Ag PhD Crop Nutrient Deficiencies – App review

The Ag PhD Crop Nutrient Deficiencies app helps growers determine fertility issues in their fields. Users can search for deficiencies by nutrient type or browse photos of crops to find the image that most closely matches the fertility issue in their fields. Complete with photos and descriptions of numerous nutrient deficiencies in a wide variety of crops, this app gives users an additional tool to determine field problems and make fertility decisions.The Ag PhD Crop Nutrient Deficiencies app is available now. Versions for iPhone®, iPad® and iPod touch® devices can be downloaded from the Apple iTunes Store. Android apps can be downloaded from the Google Play Store.
আজকের এই এ্যাপ রিভিউটি দেবার পেছনে আমাদের ডিজিটাল পরিচালকমন্ডলি ও জেনারেশনের প্রতি কিছুটা আবেগি ভূমিকা নিয়ে তাদের দৃষ্টি আকর্ষনের নিমিত্বে করা। 
আমরা প্রতিনিয়ত দেখছি বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান থেকে মহোতি উদ্দেগ নেয়া হচ্ছে দেশের তরুন প্রজন্মদের নিয়ে স্মার্টফোন গেমস ও প্রস্তুতিমূলক বুটকেম্প করার। স্বল্পপরিসরে হলেও তরুন প্রজন্মকে উৎসাহিত করার কিছুটা প্রয়াস তো দেখা যাচ্ছে! যদিও এখানে প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল খ্যাতে নিজেদের খাপ খাওয়ানোর একটা প্রয়াস থাকে (এতে দোষের কিছু নেই) কিন্তু এরজন্য বৈদেশিক উদাহরণ না টেনে যদি আমার দেশের আপামর জনসাধারণের জীবিকা কিসের উপর নির্ভরশীল এই প্রশ্নটা যদি ব্যবস্থাপকমন্ডলি নিজেদের করতেন তাহলে হয়তো এই ডিজিটাল উদ্দোগ আরো মহৎ ও কর্যকরি হতো!!

সমসময়ে বিভিন্ন সরকারী উদ্বেগের কথা শুনেছি অনেক, ঢাকঢোলের আওয়াজও কম পাওয়া যায়নি…..তৈরী হয়েছে অনেক ডিজিটাল কর্মি উৎসাহক (যদিও উনাদের কর্ম দক্ষতা নিয়ে অনেকেই প্রশ্ন ছুড়ে দিতেই পাড়েন) কিন্তু বলবার মতো কিংবা দেখাবার মতো যা সত্যিকারের কাজে দেবে এমন কি কিছু পেয়েছি আমরা?!

বর্তমানে কৃষিক্ষাতে যথেষ্ঠ কর্মদক্ষ জনবল রয়েছে আমাদের; আছে হাজারের উপর দক্ষ প্রোগ্রামার। এদের সমন্নয়ে সরকারী উদ্দোগে একটা বুটক্যাম্প করে নতুন প্রজন্মের কাছে চ্যালেন্জ ছুড়ে দিলে আমার ধারনা এরচে অনেক ভালো কৃষি ক্ষেত্রে কাজে আসবে এমন এ্যাপ-সফ্টওয়্যার আমাদের নিজেদের ভাষায় বানানো সম্ভব যা সত্যিকার অর্থে আমাদের কৃষি, মৎস, খামার, গার্মেন্ট, ইত্যাদি শিল্পকে একধাপ এগিয়ে নেবে…..গোরবে আমাদের সত্যিকারের সোনার বাংলা।

Leave a comment